কলকাতা, ১২ নভেম্বর (হি. স.) : এবার কলকাতায় ডেঙ্গির দোসর ম্যালেরিয়া। এবার ম্যালেরিয়া আক্রান্ত ২০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিজয় উপাধ্যায়। যদিও তৃণমূল কাউন্সিলরের ম্যালেরিয়া রিপোর্ট ঘিরেও বিতর্ক।
পুরসভার স্বাস্থ্য বিভাগের পরীক্ষায় ম্যালেরিয়ার রিপোর্ট নেগেটিভ আসলেও বেসরকারি ল্যাবে কাউন্সিলরের ম্যালেরিয়া রিপোর্ট পজিটিভ আসে। ম্যালেরিয়া আক্রান্ত হয়ে মাড়োয়ারি রিলিফ সোসাইটিতে ভর্তি বিজয় উপাধ্যায়। ফ্যালসিফেরাম ম্যালেরিয়ায় আক্রান্ত হন তৃণমূল কাউন্সিলর, এমনটাই জানা যায়। বৃহস্পতিবারই জ্বর, শারীরিক অসুস্থতা, কাঁপুনি থাকে। ১টা নাগাদ ভর্তি হন রবীন্দ্র সরণির মারোয়াড়ি রিলিফ সোসাইটিতে। শনিবা ও জ্বর, তীব্র মাথাব্যথা।
এদিকে কলকাতা মেডিক্যাল কলেজের মাইক্রো বায়োলজিস্ট সৌগত ঘোষ বলেন, “এই রিপোর্টে ভুল মারাত্মক হতে পারে। যদিও এরকম ঘটনা প্রায়শয়ই ঘটে। প্রথম পরীক্ষাটি হয় পেরিফেরিয়াল ব্লাডস্ফিয়ারে। সেখানে অনেকক্ষেত্রেই ম্যালেরিয়ার জীবাণু খুঁজে পাওয়া যায় না। সেক্ষেত্রে দ্বিতীয়বার আবার ম্যালেরিয়া পরীক্ষা করাতে বলা হয়। এছাড়াও ম্যালেরিয়া অ্যান্টিজেন পরীক্ষাও রয়েছে। এটা পজিটিভ হয়।