চেন্নাই, ১২ নভেম্বর (হি.স.) : সুপ্রিম কোর্টের মুক্তির আদেশের পর ১৯৯১ সালের রাজীব গান্ধী হত্যা মামলায় জড়িত থাকার জন্য তামিলনাড়ুর বিভিন্ন কারাগারে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ছয় আসামিকে শনিবার মুক্তি দেওয়া হবে বলে আধিকারিক জানিয়েছেন। ছয় আসামিরা হলেন নলিনী, রবিচন্দ্রন, মুরুগান, রবার্ট বেয়াস, জয়কুমার এবং সান্থান। প্রসঙ্গত, ১১ নভেম্বর শুক্রবার এ রিলিজ আদেশ জারি করেন সুপ্রিম কোর্ট।
ভেলোর জেলে বন্দী নলিনী এবং থুথুকুডি জেলে বন্দি রবি চন্দ্রন বর্তমানে প্যারোলে রয়েছেন। সন্থান এবং মুরুগান ভেলোর জেলে এবং জয়কুমার এবং রবার্ট বেয়াস চেন্নাই পুজল জেলে বন্দি। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ ই-মেইলের মাধ্যমে সংশ্লিষ্ট কারাগারে পৌঁছালেই আজই দণ্ডিতদের মুক্তি দেওয়া হবে।
১৯৯১ সালে ২১ মে তামিলনাড়ুর শ্রীপেরামবুদুরে শ্রীলঙ্কার জঙ্গি গোষ্ঠী এলটিটিই-র একজন মহিলা রাজীব গান্ধীকে হত্যার পর সাতজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। দণ্ডপ্রাপ্তরা প্রাক্তন প্রধানমন্ত্রীর একটি সমাবেশে আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটিয়েছিল।