কল্যাণপুরে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ নভেম্বর৷৷  এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ ঘটনাটি কল্যানপুর থানাধীন রামদয়ালবাড়ি এডিসি ভিলেজের নতুনাবাদী গ্রামে৷ খবর পেয়ে কল্যাণপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে আসে৷ দিন মজুর পরিবারের সদস্য দুই সন্তানের জনকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক চঞ্চল্য এবং শোকের আবহ তৈরি হয়েছে৷ মৃত ব্যক্তির নাম রামরূদ গৌড় (৩৮)৷ ঘটনার বিবরণ দিয়ে কল্যাণপুর থানার পুলিশ জানায় অন্যান দিনের মতো গতকাল রাতেও পরিবারের সবার সঙ্গে খাওয়া দাওয়ার পরে যে যার মত ঘুমিয়ে যায়৷ কিন্তু আজ সকালের আলো ফোটার সাথে সাথেই তাদের বাড়ির লোকজন দেখতে পান ঐ ব্যক্তি বাড়ির নিকটবর্তী একটা গাছে ঝুলে রয়েছে৷ বাড়ির লোকজন চিৎকার চেঁচামেচি করলে পার্শবর্তী মানুষ এগিয়ে আসে৷ খবর দেওয়া হয় কল্যাণপুর থানায়৷ পুলিশ অকুস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কল্যাণপুর হাসপাতালে নিয়ে আসে৷ ঠিক কি কারণে মৃত্যু হয়েছে তার সঠিক তথ্য না থাকলেও পারিবারিক কলহের জেরেই আত্মহত্যার ঘটনা বলে প্রাথমিক ভাবে ধারণা৷