নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ নভেম্বর৷৷ উওর লংতরাই গাঁওসভার অধীন লাড়াইকারবারী পাড়া এস, বি সুকলে লংতরাইভ্যলি মহকুমার লিগের সার্ভিস কমিটির উদ্দেগে ছাএ,ছাত্রীদের নিয়ে এক আইনী সচেতনতা প্রোগ্রাম অনুষ্ঠিত হয়৷এই সচেতনতা প্রোগ্রাম এ ছাএ ছাত্রীদের সামনে৷ সমাজের ভালো,খারাপ বিভিন্ন দিক গুলি তুলে ধরেন৷আইন না জানলে মানুষ কত বিপদে পড়ে,তার অবগত করার জন্য আজকে এখানে আসা৷সমাজের খারাপ দিক গুলি যেমন তীরখেলা,ঝান্ডিমুন্ডা খেলা,নেশা গ্রস্থ হয়ে থাকা সবই বেআইনি৷ নেটের মাধ্যমে বিভিন্ন এ্যকাউন্টহ্যাক করে নেওয়া৷ মোবাইল সীম নিতে হলে আঁধার কার্ড বা ভোটার আই,কার্ড দিয়ে নেওয়া৷কোন নেশা সামগ্রী বেআইনীভাবে বিক্রি করতে দেখলে থানায় জানানো৷নিজের সন্মান নিয়ে চলা৷সুকলে যাতায়াতের পথে কোন অঘটন হলে কি করতে হবে৷আইনী সচেতনতার বিভিন্ন দিক গুলি সুন্দর ভাবে ছাএ ছাত্রীদের সামনে লংতরাইভ্যলি লিগেল সেলের চেয়ারম্যান রামানুজ ভট্টাচার্য সুন্দর করে তুলে ধরেন৷
2022-11-12