পুলিশ একাডেমি গ্রাউন্ডে শনিবার হোস্টেল উদ্বোধন ও প্রীতি ক্রিকেট

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১২ নভেম্বর।। প্রস্তুতি পর্ব চূড়ান্ত। নতুন আঙ্গিকে সেজে উঠেছে পিটিএজি ক্রিকেটার্স হোস্টেল। মূলতঃ এটি মহিলা ক্রিকেটারদের স্পোর্টস হোস্টেল। মোট কথা, ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের নবনির্বাচিত পরিচালন কমিটির প্রথম অনুষ্ঠান এটি। আগামীকাল নরসিংগড়স্থিত পুলিশ ট্রেনিং একাডেমী ক্রিকেট মাঠে মহিলা ক্রিকেটারদের জন্য একটি আধুনিক স্পোর্টস হোস্টেলের আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে। রাজ্যের মহিলা ক্রিকেটারদের পাশাপাশি সমগ্র ক্রিকেট মহলেরই এটি একটি দীর্ঘদিনের প্রত্যাশা ছিল। ঐতিহাসিক এই বিষয়টিকে স্মরণীয় করে রাখতে আগামীকাল প্রাক্তন ক্রিকেটার্স টিম এবং জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের মধ্যে একটি প্রদর্শনী ক্রিকেট ম্যাচেরও আয়োজন করা হয়েছে। আনুষ্ঠানিক উদ্বোধন পর্বের পর পুলিশ ট্রেনিং একাডেমী গ্রাউন্ডেই প্রদর্শনী ক্রিকেট ম্যাচটি অনুষ্ঠিত হবে। মূলত এই ক্রিকেটার্স স্পোর্টস হোস্টেলটিতে অন্ততপক্ষে ৪০ জন মহিলা ক্রিকেটার থাকার সুব্যবস্থার পাশাপাশি আধুনিক জিম-এর ব্যবস্থা রাখা হয়েছে। উল্লেখ্য,  হোস্টেল উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সিনিয়র মহিলা টি-টোয়েন্টি ক্রিকেটে নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জনকারী রাজ্যের মহিলা ক্রিকেটারদের হাতে টিসিএ-র নবনির্বাচিত কমিটির ঘোষিত পুরস্কারের অর্থ রাশির রেপ্লিকা চেক তুলে দেওয়া হবে। আগামীকাল বেলা সাড়ে ১১টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রীমতি প্রতিমা ভৌমিক। এছাড়া বিশেষ অতিথি ও সম্মানীয় অতিথি হিসেবে রাজ্যের শিক্ষা মন্ত্রী রতনলাল নাথ, বিধায়ক কৃষ্ণধন দাস, মেয়র দীপক মজুমদার, ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সচিব অমিত রক্ষিত প্রমূখ উপস্থিত থাকবেন। পৌরোহিত্য করবেন টিসিএ-র সভাপতি তপন লোধ। এছাড়া, অন্যান্যদের মধ্যে টিসিএ-র সহ-সভাপতি তিমির চন্দ, সচিব তাপস ঘোষ, যুগ্ম সচিব জয়ন্ত দে, কোষাধ্যক্ষ জয়লাল দাস প্রমুখও উপস্থিত থাকবেন। সংশ্লিষ্ট সকল ক্রীড়াপ্রেমী এবং ভাতৃপ্রতিম ক্রীড়া সংস্থাকে হোস্টেল উদ্বোধনী অনুষ্ঠান এবং প্রদর্শনী ক্রিকেট ম্যাচ উপভোগ করার জন্য ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *