শিমলা, ১২ নভেম্বর (হি.স.): হিমাচল প্রদেশে শনিবার সকাল আটটা থেকে শুরু হয়েছে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। ৬৮টি আসনের হিমাচল প্রদেশ বিধানসভার ভোটগ্রহণ হচ্ছে এক দফাতেই, আগামী ৮ ডিসেম্বর ফল ঘোষণা। পাহাড়ি এই রাজ্যে লড়াই মূলত দ্বিমুখী, বিজেপি ও কংগ্রেসের মধ্যে, তবে লড়াইয়ে রয়েছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিও। সেই অর্থে ত্রিমুখী লড়াইও বলা যেতে পারে। এছাড়াও সিপিআই (এম), বহুজন সমাজ পার্টি ও সিপিআইও প্রতিদ্বন্দ্বিতা করছে। শনিবার সকাল আটটা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ, চলবে বিকেল পাঁচটা পর্যন্ত।
হিমাচল প্রদেশের ৬৮টি বিধানসভা আসনের জন্য ৫৫ লক্ষেরও বেশি ভোটার এবার ভোট দেবেন, যার মধ্যে ১.৮৬ লক্ষ প্রথমবারের ভোটার এবং ১.২২ লক্ষ ৮০-র বেশি বয়সী ভোটার। গত কয়েক দশক ধরেই হিমাচলে ক্ষমতার পালাবদলের রাজনৈতিক ধারা রয়েছে। ২০১৭-য় কংগ্রেস সরকারের পতন ঘটিয়ে শিমলার কুর্সি দখল করেছিল বিজেপি। বর্তমানে বিজেপির বিধায়ক সংখ্যা ৪৫ এবং কংগ্রেস ২২ ও সিপিএম ১। হিমাচল প্রদেশে পাঁচ বছর অন্তর সরকার পরিবর্তনের রীতির অবসান চাইছে বিজেপি। কংগ্রেস অবশ্য পালা বদলের জন্য সবরকম চেষ্টা চালিয়ে গিয়েছে নির্বাচনী প্রচারে।
৬৮টি আসনে শনিবার ভাগ্যপরীক্ষা হচ্ছে ৪১২ জন প্রার্থীর। তাঁদের মধ্যে ২৪ জন মহিলা। বিজেপি ও কংগ্রেস ৬৮টি আসনেই প্রতিদ্বন্দ্বিতা করছে, আম আদমি পার্টি ৬৭টি আসনে প্রার্থী দিয়েছে। সিপিআই (এম) ১১টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে, বহুজন সমাজ পার্টি ৫৩টি আসনে, সিপিআই একটি আসনে ও অন্যান্যরা ৪৫টি আসনে। নির্দল প্রার্থীর সংখ্যা ৯৯। ভোটগ্রহণ যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় তাই প্রায় ৩০ হাজার বাহিনী মোতায়েন করা হয়েছে।

