কোচবিহার, ১২ নভেম্বর (হি. স.) : ২০ নভেম্বর থেকে কোচবিহার জেলা জুড়ে দুই মাসে ১০০০ কিলোমিটার পথ হাঁটবে জেলা তৃণমূল কংগ্রেস।পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে এবং ‘বঙ্গভঙ্গ চাই না’ দাবিতে এই পরিকল্পনা। শনিবার মদনমোহনদেবের রাসযাত্রা উপলক্ষে রাস মেলায় আগত দর্শনার্থীদের সহায়তা কেন্দ্রের উদ্বোধনে এসে কথা জানান তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক।
এদিন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি বলেন, আগামী ২০ নভেম্বর থেকে যে পদযাত্রা শুরু হবে সেখানে জেলার প্রতিটি গ্রামে প্রতিটি বুথে যেসব তৃণমূল কংগ্রেস কর্মী রয়েছেন তাঁদের উজ্জীবিত করা, সাধারণ মানুষদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন আরও বেশি করে শামিল করা এবং আগামী পঞ্চায়েত নির্বাচনে ভালো ভালো মানুষ যাতে দলে প্রার্থী হিসেবে উঠে আসে সেই দিকে নজর রাখা হবে। তৃণমূল কংগ্রেস শুধুমাত্র রাজনৈতিক দল নয়। মা মাটি মানুষের প্ল্যাটফর্ম হিসাবে সবাই গ্রহণ করলে পঞ্চায়েত নির্বাচন অবশ্যই ফলপ্রসূ হবে।
এদিন কোচবিহারের ঐতিহ্যবাহী রাসমেলা প্রাঙ্গণে জেলা তৃণমূল কংগ্রেস ও তৃণমূলের মাধ্যমিক শিক্ষক সংগঠনের উদ্যোগে রাসমেলায় দর্শনার্থীদের সহায়তা কেন্দ্রের উদ্বোধন হয়। এই কেন্দ্রে পানীয় জল, প্রাথমিক চিকিৎসা, প্রয়োজনীয় সামগ্রী দেওয়া হবে। মদনমোহন ঠাকুরের দর্শন এবং মেলায় ঘুরতে এসে দর্শনার্থীদের সমস্যা সমাধানের জন্য বিদ্যালয়ের শিক্ষকদের পাশাপাশি শহরের তৃণমূল কংগ্রেসের মূল সংগঠন, ছাত্র, মহিলা এবং যুব সংগঠনের সদস্যরা উপস্থিত থাকবেন। এই সহায়তা কেন্দ্র মেলার শেষ দিন পর্যন্ত চলবে বলে তৃণমূল সূত্রে জানা গিয়েছে।

