কলকাতা, ১২ নভেম্বর (হি. স.) : লড়াই জারি রেখেছেন ২৪ বছর বয়সী অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা।
শনিবার হাসপাতাল সূত্রে খবর, সংক্রমণ বেড়েছে তাঁর। ঐন্দ্রিলার স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন নেটপাড়া থেকে শুরু করে তাঁর সহকর্মী ও পরিবার। তাঁর জ্বর রয়েছে। তাপমাত্রা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন চিকিৎসকেরা। এদিন বাড়ানো হয়েছে ঐন্দ্রিলার ভেন্টিলেশনের মাত্রা। শুক্রবারের তুলনায় তাঁর অবস্থার সামান্য অবনতি হয়েছে। যেটি চিন্তার বিষয় বলেই মনে করছেন চিকিৎসকরা। ইতিমধ্যেই ঐন্দ্রিলার চিকিৎসার দায়িত্বে থাকা মেডিক্যাল বোর্ড অভিনেত্রীর অ্যান্টিবায়োটিক পরিবর্তন করে দিয়েছেন। রিপিট স্ক্যান করার কথাও জানিয়েছিলেন চিকিৎসকেরা। প্রসঙ্গত, ১ নভেম্বর ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে হাওড়ার এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন অভিনেত্রী।