নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ নভেম্বর৷৷ বিশালগড় থানার অন্তর্গত হরিশনগর মুন্ডাপাড়া এলাকায় নিজ বাড়িতে ফাঁসিতে আত্মহত্যা করে এক নাবালিকা৷ মৃত নাবালিকার নাম পূজা মুন্ডা৷
ঘটনার বিবরণে জানা যায় এইদিন নিজ বাড়িতে একটি মোবাইল নিয়ে পূজার সাথে ঝামেলা হয়৷ ঝামেলার পর পূজা নিজ ঘরে চলে যায়৷ পরিবারের সকলে ভেবেছিল পূজা নিজ ঘরে ঘুমাচ্ছে৷ পরবর্তী সময় বাড়ির লোকজন ঘরে প্রবেশ করতে গেলে দেখে ঘরের দরজা বন্ধ৷ দরজার ফাক দিয়ে দেখতে পায় পূজা ফাঁসিতে ঝুলছে৷ পরিবারের লোকজনদের চিৎকার শুনতে পেয়ে এগিয়ে আসে পাড়া প্রতিবেশীরা৷ সকলে মিলে ঘরের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে ফাঁসির দড়ি কেটে পুজাকে উদ্ধার করে৷ কিন্তু ততক্ষণে মৃত্যুর কোলে ঢলে পরে পূজা৷ পরবর্তী সময় খবর দেওয়া হয় পুলিশকে৷ পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোঁকের ছায়া৷
2022-11-10