দুলিয়াজানে অগ্নিকাণ্ড, ভস্ম তিনটি বসতঘর

দুলিয়াজান (অসম), ১০ নভেম্বর (হি.স.) : উজান অসমের ডিব্রুগড় জেলার অন্তর্গত দুলিয়াজানে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় তিনটি বসতবাড়ি ভস্ম হয়ে গেছে। দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। এইন খবর লেখা পর্যন্ত আগুন জ্বলছে। তবে অগ্নিকাণ্ডে কোনও হতাহতের খবর নেই। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়।

প্রাপ্ত খবরে প্রকাশ, আজ বৃহস্পতিবার দুপুরের দিকে দুলিয়াজানের কমলাবাড়ি রোডে সুভাষ বরুয়ার তিনটি ভাড়াঘরে সংঘটিত হয়েছে অগ্নিকাণ্ড। ঘটনাস্থলে অয়েল ইন্ডিয়ার দুটি ইঞ্জিন নিয়ে দমকল বাহিনী আগুন নেভানোর কসরত করছে। তিনটি ভাড়াঘরের আসবাবপত্র সহ সব সামগ্ৰী আগনে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডস্থলে বেশ কয়েকটি এলপিজি সিলিন্ডার রয়েছে। তাই সিলিন্ডারগুলি বিস্ফোরিত হওয়ায় আশংকায় স্থানীয়রা আতংকিত হয়ে পড়েছেন।

জানা গেছে, রঘুকান্ত নাথ, ইন্দ্ৰ শইকিয়া এবং রিতুপন বরুয়া নামের তিন ব্যক্তির বাসগৃহ আগুনে ভস্ম হয়ে গেছে।