প্রস্তুতি শিবিরে ডাক পেলো ২২ জন বালিকা ক্রিকেটার প্রস্তুতি শিবিরে ডাক পেলো

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ নভেম্বর।।উন্মুক্ত প্রশিক্ষণ শিবির শুরু ১২ নভেম্বর থেকে। সারা রাজ্য থেকে বাছাই করা ২২ জন বালিকা ক্রিকেটারকে ডাকা হয়েছে শিবিরে। অনূর্ধ্ব-‌১৫ বিভাগে। নির্বাচিত ক্রিকেটারদের ১২ নভেম্বর দুপুর ১ টায় এম বি বি স্টেডিযামে কোচ শুভ্র পালের কাছি রিপোর্ট করার জন্য টি সি এ সচিব তাপস ঘোষ বলেছেন। ক্রিকেটারদের অবশ্যই বয়সের প্রমানপত্র এবং আধার কার্ড নিয়ে শিবিরে যোগ দিতে হবে। প্রসঙ্গত:‌ এবারই প্রথম বি সি সি আইয়ের উদ্যোগে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-‌১৫ বালিকাদের জাতীয় ক্রিকেট। ওই আসরে অংশ নিতেই প্রাথমিকভাবে বাছাই করা হলো ২২ জন ক্রিকেটারকে। শিবিরে ডাক পাওয়া ক্রিকেটাররা হলো:‌ তানিয়া দেব, অশ্মিতা দেবনাথ, অঙ্কিতা তঁাতিওড়িয়া, রিফু দেববর্মা, ভূমিকা নায়েক, স্নিগ্ধা সরকার, সৌহাদ্রিতা দেব, অদিতী ঘোষ, দেবশ্রিতা চৌধুরি, দেবি সেন, গিয়া মন্ডল, মিনাক্ষী দেব,‌ মৌমিতা সাহা, অশ্মিতা দাস, নন্দিতা কর, দেবযানি সাহা, অর্পিতা সরকার, স্বস্তি নাথ, অর্পিতা দেবনাথ, অনিতা নোয়াতিয়া, অর্পিতা দত্ত এবং স্নিগ্ধা দাস।