নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ নভেম্বর৷৷ আগে রাজ্যে শিল্প তৈরীর নামে বহু প্রহসন হয়েছে৷ এর মধ্যে একটি শিল্প রাজ্যের তৈরি হয়েছে যার নাম কথা শিল্প৷ বুধবার সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর এবং শ্রম দপ্তরের উদ্যোগে রবীন্দ্রভবনে আয়োজিত রাজ্যভিত্তিক লাভার্থী সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা৷ কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পের সুবিধা রাজ্যের মানুষের কাছে দল মত নির্বিশেষে পৌঁছে যাচ্ছে৷ কেন্দ্রীয় সরকারের ১৩ টি প্রকল্প নিয়ে যে ফ্ল্যাগশিপ কর্মসূচি রয়েছে তার সাফল্য রাজ্যের ১০০ শতাংশের কাছাকাছি পৌঁছে গেছে৷ বাকি প্রকল্প গুলি অগ্রগতির জন্য প্রতি ঘরে সুশাসন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে৷ বুধবার সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর এবং শ্রম দপ্তরের উদ্যোগে রবীন্দ্রভবনে আয়োজিত রাজ্যভিত্তিক লাভার্থী সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা৷ তিনি বলেন, আগে রাজ্যে শিল্প তৈরীর নামে বহু প্রহসন হয়েছে৷ এর মধ্যে একটি শিল্প রাজ্যের তৈরি হয়েছে যার নাম কথা শিল্প৷ আগের সরকারের তাত্ত্বিক নেতারা এই কথাশিল্পে সিদ্ধ হস্ত ছিলেন৷ বর্তমান সরকার যা বলে তা করে দেখায়৷ প্রধানমন্ত্রীর সেই দিশা তে কাজ করছে রাজ্য সরকার৷ সমাজের অন্তিম ব্যক্তির উন্নয়ন না হলে সমাজের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়৷ তাই মানুষের কাছে স্বচ্ছতা বজায় রাখতে চায় সরকার৷ টেটের মাধ্যমে ৩ হাজার চাকরি প্রদান করা হয়েছে৷ বিভিন্ন দপ্তরে প্রতিনিয়ত চাকরি প্রদান করা হচ্ছে৷ সরকারি কর্মচারীদের ৫ শতাংশ দিয়ে প্রদান করা হয়েছে৷ এই সরকারের উপর মানুষকে ভরসা রাখতে হবে৷ এই সরকার মর্মস্পর্শী৷ লাইনে হাঁটিয়ে চাকরির প্রদানের সরকার নয়৷ যারা ১০ হাজার ৩২৩ জনের চাকরি দিয়েছে এবং যারা সেই চাকরি খেয়েছেন এখন তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক লক্ষ্য করা যাচ্ছে৷ বর্তমান সরকারের সময়, স্বচ্ছতা বজায় রেখে আইন মোতাবেক চাকরী প্রদান করছে বলে জানান মুখ্যমন্ত্রী৷ অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন উপ মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা, মন্ত্রী সান্তনা চাকমা, মন্ত্রী ভগবান চন্দ্র দাস, মুখ্য সচিব জে কে সিনহা সহ অন্যান্যরা৷ রবীন্দ্রভবন প্রাঙ্গণে রাজ্যভিত্তিক লাভার্থী সম্মেলনকে কেন্দ্র করে বিভিন্ন দপ্তরের স্টল খোলা হয়৷ সেই সমস্ত স্টল পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী৷ পাশাপাশি উদ্যোক্তাদের প্রশংসা করেন তিনি৷
2022-11-09

