উমাকান্তের সম্মুখভাগে খেলার মাঠ মেলার জন্য বেদখল, ক্ষোভ চরমেউমাকান্তের সম্মুখভাগে খেলার মাঠ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ নভেম্বর।।উমাকান্ত মাঠের সম্মুখভাগ বিশেষ করে খেলার মাঠ বেদখল হতে চলেছে এনজিও-র হাতে। আখেরে শিক্ষার্থী খেলোয়াড়দের মাথায় হাত। ক্রিকেট, ফুটবল হ্যান্ডবল, কাবাডি, ভলিবল — সকাল থেকে বিকেল পর্যন্ত উমাকান্ত একাডেমির সম্মুখভাগে প্রচুর সংখ্যক খেলোয়াড়দের সমাগম ঘটে থাকে। কার্যত মেলা উপলক্ষে প্রশাসনের সবুজ সংকেত পেয়ে এক বা একাধিক এনজিও সেখানে মেলার আয়োজন করতে যাচ্ছে। এখানে সেখানে অস্থায়ী স্টল তৈরির মধ্য দিয়ে মাঠের চেহারার পরিবর্তন করে নিচ্ছে। শতাধিক খেলোয়াড়রা আজও মাঠের পরিস্থিতি দেখে মনে মনে ক্ষোভ ধুমায়িত হলেও নীরবে ঘর মুখো হতে হয়েছে। অন্ততপক্ষে এই মাঠটুকু ছেড়ে অন্যত্র, যেখানে মেলার আয়োজনের উপযুক্ত স্থানে, এ ধরনের মেলা আয়োজন করলে অন্ততপক্ষে খেলোয়াররা হতাশ হতেন না। এ বিষয়ে ক্রীড়া প্রেমী লোকজনও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে।