দেহরাদূন, ৯ নভেম্বর (হি.স.): হালকা তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরাখণ্ডের পিথোরাগড় জেলা। বুধবার সকালে উত্তরাখণ্ডের পিথোরাগড় জেলায় ৪.৩ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয়। সকাল ৬.২৭ মিনিট নাগাদ ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত কম ছিল, তাই ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, বুধবার সকাল ৬.২৭ মিনিট নাগাদ ৪.৩ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয় উত্তরাখণ্ডের উত্তরাখণ্ডের পিথোরাগড় জেলায়। ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠের মাত্র ৫ কিলোমিটার গভীরে। উত্তরাখণ্ডের পিথোরাগড় জেলার কোথাও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

