হিন্দু নিয়ে বিতর্কিত মন্তব্য প্রত্যাহার কর্নাটকের কংগ্রেস বিধায়কের

বেলাগাভি (কর্নাটক), ৯ নভেম্বর (হি.স.) : বিতর্কিত মন্তব্য প্রত্যাহার করলেন কংগ্রেসের বিধায়ক সতীশ জারকিহোলি। ‘হিন্দু’ নিয়ে গত ৬ নভেম্বর ওই বিতর্কিত মন্তব্য করেন। সেই মন্তব্য প্রত্যাহার করেন তিনি। একই সঙ্গে তিনি জানান, তাঁর বক্তব্যকে বিকৃত করা হয়েছে ৷ তার পর সেই বক্তব্য নিয়ে তাঁর বিরুদ্ধেই প্রচার করা হয়েছে।

এই নিয়ে কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইকে একটি চিঠি লিখেছেন জারকোহোলি।সেখানে তিনি লিখেছেন, ‘‘মানব বন্ধুত্ব বেদিকে নামক একটি সভায় আমি বলেছিলাম যে হিন্দুরা আসলে পারস্য থেকে এসেছে। আমি প্রশ্ন তুলেছিলাম, কীভাবে তারা ভারতে প্রবেশ করল?’’
একই সঙ্গে তিনি ওই চিঠিতে উল্লেখ করেছেন, সেদিন ভাষণের সময় একাধিক লেখকের প্রসঙ্গ টেনেছিলেন তিনি। সেই সমস্ত লেখায় এই বিষয়টি পাওয়া যায় বলে দাবি করেছিলেন। এই নিয়ে বিতর্কও চেয়েছিলেন ৷ কিন্তু তাঁকে হিন্দু বিরোধী তকমা দেওয়া হল উদ্দেশ্যপ্রণোদিতভাবে। ওই কংগ্রেস বিধায়কের দাবি, তাঁকে বদনাম করতেই এসব করা হয়েছে। তাই তিনি নিজের মন্তব্য প্রত্যাহার করলেন।তিনি চান না যে এই নিয়ে কোনও ধোঁয়াশা থাকুক ৷ ভুল বোঝাবুঝি হোক জনমানসে।

ওই চিঠিতে তিনি আরও লিখেছেন যে, তিনি সেদিন একটি শব্দ ভুল বলেছিলেন কি না, এই নিয়ে তদন্ত কমিটি তৈরি করা যেতে পারে। তবে তাঁর মন্তব্যের জন্য যদি কারও ভাবাবেগে আঘাত লেগে থাকে, তার জন্য তিনি দুঃখপ্রকাশ করেছেন।