কৃষ্ণনগর, ৯ নভেম্বর (হি.স.) : রাস উৎসবে যোগ দিতে নদীয়ায় পা রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সিএএ নিয়ে এবার সুর চড়ালেন মুখ্যমন্ত্রী। বুধবার কৃষ্ণনগরের জনসভার মঞ্চে দাঁড়িয়ে মতুয়াদের উদ্দেশে বার্তা দিয়ে বলেন, ‘আমি মতুয়া ভাই-বোনেদের বলছি, আপনারা এখানকার নাগরিক। পুরোপুরি নাগরিক। আপনাদের উপর কোনও রকম কেউ কিছু করতে পারবে না। মনে রাখবেন আমি বড় মার চিকিৎসা একা করেছি। আপনাদের নাগরিকত্ব কেড়ে নিতে দেব না। আমি জীবন দিতে তৈরি। নাগরিকত্ব কাড়তে দেব না।’
এনআরসি ও সিএএ নিয়ে বিজেপিকে কটাক্ষ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আপনি যদি নাগরিক না হতেন, তাহলে এগুলো কী করে হতো? বিজেপি কিছু লোককে এখান ওখান থেকে ডেকে নিয়ে আসতে চায়। তারা বাংলার লোক নয়, মনে রাখবেন। তাদের বাংলায় অনুপ্রবেশ করানোর জন্য, তাদের কাছে নাগরিকত্ব দিয়ে আপনার অধিকারকে ছোট করবে। আমি চাই, মতুয়ারা এখানকার নাগরিক। রাজবংশীরা এখানকার নাগরিক। উদ্বাস্তুরা এখানকার নাগরিক। আদিবাসীরা এখানকার নাগরিক। সংখ্যালঘুরা এখানকার নাগরিক। আপনারা যদি নাগরিক না হন, তাহলে আমিও নাগরিক নই।’