চাঁচল, ৯ নভেম্বর (হি.স.) : মালদার চাঁচল পঞ্চায়েতের বীরস্থলী গ্রামে ঘর থেকে উদ্ধার হল এক গৃহবধূর ঝুলন্ত দেহ। এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মৃত বধূর নাম হাসিনা বিবি (২৬)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাত বছর আগে সামাজিক মতে চাঁচলের পাকুড়তলার বাতাসু আলির সঙ্গে বিয়ে হয় বীরস্থলী গ্রামের হাসিনার। তাঁদের সাত বছরের এক ছেলে রয়েছে। জানা গিয়েছে, দু’দিন আগে বীরস্থলীতে বাপেরবাড়ি যান হাসিনা। এদিন তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এই মৃত্যু ঘিরে দানা বেঁধেছে রহস্য। পুলিশ ঘটনাস্থলে এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।