কোভিড-সংক্রমণ একেবারে তলানিতে; ভারতে ১৪-হাজারের নীচে সক্রিয় রোগী, মৃত্যু দু”জনের

নয়াদিল্লি, ৯ নভেম্বর (হি.স.): আগের দিনের তুলনায় কিছুটা বাড়লেও, ভারতে করোনাভাইরাসের দৈনিক সংক্রমণ ধীরে ধীরে তলানিতে পৌঁছচ্ছে। বিগত ২৪ ঘন্টায় দেশে মৃত্যু হয়েছে করোনা-আক্রান্ত দু”জন রোগীর। মঙ্গলবার সারা দিনে দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৮১১ জন। বিগত ২৪ ঘন্টায় দু”জনের মৃত্যুর পর বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে ৫,৩০,৫১১ (১.১৯ শতাংশ)-এ পৌঁছেছে। দেশে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা কমে ১৩ হাজার ৫৫৯-তে পৌঁছেছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, মঙ্গলবার সারা দিনে দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৮১১ জন, এখনও পর্যন্ত দেশে মোট করোনায় সংক্রমিত হয়েছেন ৪,৪৬,৬২,৯৫২ জন। বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা কমে ১৩ হাজার ৫৫৯-তে পৌঁছেছে। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.০৩ শতাংশ করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন ভারতে।
বিগত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসের টিকা পেয়েছেন ৭০ হাজার ৬৭৮ জন প্রাপক, ফলে ভারতে বুধবার সকাল আটটা পর্যন্ত ২১৯.৭৫-কোটির বেশি টিকাকরণ সম্পন্ন হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,৪১,১৮,৮৮২ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৭৮ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *