নান্দেদ, ৯ নভেম্বর (হি.স.): মহারাষ্ট্রে ভারত জোড়া যাত্রায় আরও বেশি উজ্জীবিত কংগ্রেস নেতৃত্ব। বুধবার সকালে রাহুল গান্ধীর নেতৃত্বে নান্দেদ থেকে শুরু হয়েছে পদযাত্রা। রাহুলের সঙ্গে এদিন সকালে পদযাত্রায় হাঁটেন বিপুল সংখ্যক কংগ্রেস নেতা ও কর্মীরা।
পদযাত্রায় ফাঁকে এদিনও সাধারণ মানুষের সঙ্গে মিলিত হন রাহুল গান্ধী। রাহুলকে পাশে পেয়ে সাধারণ মানুষও নিজেদের মনের কথা খুলে হলেন। সকলের কথা শোনার পর ফের এগিয়ে যান রাহুল গান্ধী। কারও সঙ্গে আবার হাঁটতে হাঁটতেই কথা বলেন সোনিয়া গান্ধী-পুত্র। রাহুলের সঙ্গে এদিনও ছিলেন কে সি বেণুগোপাল-সহ অন্যান্য কংগ্রেস নেতা। তরুণ প্রজন্মের অনেকের সঙ্গে এদিন পদযাত্রায় ফাঁকে কথা বলেছেন রাহুল।