কাংড়া, ৯ নভেম্বর (হি.স.): কংগ্রেসকে উন্নয়নের শত্রু আখ্যা দিয়েছেন বিজেপি নেতা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার হিমাচল প্রদেশের কাংড়ার একটি নির্বাচনী জনসভা থেকে প্রধানমন্ত্রী বলেছেন, কংগ্রেস আসলে উন্নয়নের শত্রু, হিমাচল প্রদেশের প্রয়োজন স্থিতিশীল ও ডাবল ইঞ্জিনের সরকার। বুধবার হিমাচল প্রদেশের কাংড়ার জনসভা থেকে প্রধানমন্ত্রী বলেছেন, অস্থিতিশীলতা, দুর্নীতি ও কেলেঙ্কারির নিশ্চয়তা দেয় কংগ্রেস। কংগ্রেস আসলে উন্নয়নের শত্রু।
কংগ্রেসকে তীব্র ভৎসর্না করে প্রধানমন্ত্রী বলেছেন, কংগ্রেস মানে অস্থিতিশীলতার গ্যারান্টি। কংগ্রেস মানে দুর্নীতি ও কেলেঙ্কারির গ্যারান্টি। কংগ্রেস মানেই উন্নয়নের কাজে বাধা দেওয়ার নিশ্চয়তা। মোদী বলেছেন, কেন্দ্রীয় সরকার উজ্জ্বলা প্রকল্প শুরু করেছে, হিমাচলের বিজেপি সরকার গৃহিণী স্কিম চালিয়ে এতে আরও লোক যুক্ত করেছে। কেন্দ্রীয় সরকার আয়ুষ্মান স্কিম শুরু করেছে, হিমাচলের বিজেপি সরকার হিমকেয়ার স্কিমে আরও মানুষকে যুক্ত করেছে। এভাবেই কাজ করছে ডাবল ইঞ্জিন সরকার।
প্রধানমন্ত্রীর কথায়, কংগ্রেস সরকার পেনশনের বয়স বাড়িয়ে ৮০ বছর করেছে এবং উপার্জনের শর্তও রেখেছে। বিজেপি সরকার পেনশনের বয়স কমিয়ে ৬০ বছর করেছে এবং উপার্জনের শর্তও সরিয়ে দিয়েছে। এতে লক্ষাধিক প্রবীণ নাগরিক উপকৃত হয়েছেন। প্রত্যেকে যাতে সামাজিক নিরাপত্তা পায় তা নিশ্চিত করতে কেন্দ্রীয় সরকার পেনশন ও বিমা প্রকল্প শুরু করেছে। আমরা কৃষক, শ্রমিক এবং ছোট দোকানদারদের নিয়মিত ৩ হাজার টাকা পেনশন পাওয়ার পথ প্রশস্ত করেছি। হিমাচলের বিজেপি সরকার এই অনুভূতিকে আরও এগিয়ে নিয়ে গিয়েছে।