স্পোর্টস স্কুল-২ (লিয়ান, জন)
নবোদয় সঙ্ঘ-১ (ভাগ্য সাধন)
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ নভেম্বর।।দুরন্ত ম্যাচ। শেষ পর্যন্ত জয় পেয়ে শীর্ষস্থানে উঠে আসলো ত্রিপুরা স্পোর্টস স্কুল। ১৩ পয়েন্ট নিয়ে। প্রসঙ্গত: ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় শীর্ষে রয়েছে ত্রিবেণী সঙ্ঘ। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত দ্বিতীয় ডিভিশন লিগ ফুটবলে। বুধবার উমাকান্ত মিনি স্টেডিযামে অনুষ্ঠিত ম্যাচে ত্রিপুরা স্পোর্টস স্কুল ২-১ গোলে পরাজিত করে নবোদয় সঙ্ঘকে। এদিন ম্যাচের শুরু থেকেই দুদল আক্রমাত্তক ফুটবল খেলতে থাকে। স্পোর্টস স্কুলকে প্রথমার্ধে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন নবোদয় সঙ্ঘের ফুটবলাররা। কিন্তু অ্যাস্টোটার্ফে খেলতে যে পরিমান দমের দরকার তারই অভাব ছিলো নবোদয়ের ফুটবলারদের মধ্যে। দ্বিতীয়ার্ধে তা স্পষ্ট হয়ে যায়। এর খেসারতও দিতে হয় দলকে। আর ওই সুযোগটা কাজে লাগিয়ে মোক্ষম ৩ পয়েন্ট তুলে নেয় শুভেনজিৎ সিনহার ত্রিপুরা স্পোর্টস স্কুল। প্রথমার্ধে জোড় লড়াই করলেও দ্বিতীয়ার্ধে এর ছিটেফোটাও দেখা যায়নি নবোদয়ের ফুটবলারদের মধ্যে। দ্বিতীয়ার্ধে সারাক্ষণ রক্ষণভাগই সামলাতে দেখা যায় সাগর জমাতিয়াদের। প্রথমার্ধ গোলশূণ্য থাকার পর ৪৭ মিনিটে ত্রিপুরা স্পোর্টস স্কুলকে এগিয়ে দেয় লোয়ান মোয়া ডার্লং(১-০)। গোল হজম করার পর সমতা ফেরানোর জন্য বার কয়েক আক্রমণে যায় নবোদয়। ৭৪ মিনিটে ভাগ্য সাধন জমাতিয়া সমতা ফেরান (১-১)। সমতা ফেরানোর ৪ মিনিটের মাথায় জন জমাতিয়া ত্রিপুরা স্পোর্টস স্কুলের হয়ে জয়সূচক গোলটি করেন (২-১)। খেলা পরিচালনা করেন রেফারি বিশ্বজিৎ দাস।

