হাওড়া, ৯ নভেম্বর (হি. স.) : লড়াকু অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার র শরীরে নতুন সংক্রমণ নিয়ন্ত্রণে আনা গিয়েছে। বুধবার এমটাই জানিয়েছেন বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা । বর্তমানে সি-প্যাপ সাপোর্টে আছেন তিনি।
দু-বার ক্যানসার জয়ের পরও নিস্তার নেই, হঠাৎই বেন স্ট্রোক। মুহূর্তেই গোটা শরীরে পক্ষাঘাত, রাতারাতি কোমায় চলে যান ঐন্দ্রিলা। একটু সুস্থ হয়ে ভেন্টিলেশন থেকে বেড়িয়ে আসার সঙ্গে সঙ্গেই নতুন সংক্রমণ দেখা দেয় শরীরে। গত মঙ্গলবার ব্রেন স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর আজ হাসপাতালে অষ্টম দিন ঐন্দ্রিলার। বুধবার হাসপাতাল সূত্রে খবর, ঐন্দ্রিলার শরীরে নতুন সংক্রমণ নিয়ন্ত্রণে আনা গিয়েছে। তাঁরা আরও জানান, আপাতত ভালোই আছেন ঐন্দ্রিলা। অ্যান্টিবায়োটিকে সাড়া দিচ্ছেন তিনি স্নায়ু সক্রিয়, অন্যান্য প্যারামিটারও স্বাভাবিকভাবেই কাজ করছে। বর্তমানে সি-প্যাপ সাপোর্টে আছেন তিনি ।