ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ নভেম্বর।। মঙ্গলবারে বিশ্রাম দেওয়া হলো ক্রিকেটারদের। আগামীকাল থেকে শুরু হবে পুনরায় প্রস্তুতি। বিজয় হাজারে ট্রফি ক্রিকেটে সাফল্য পাওয়ার জন্য। সার্বিসেসের বিরুদ্ধে সোমবার প্রস্তুতি ম্যাচ খেলার পর মঙ্গলবার গোটা দলকে বিশ্রাম দেন কোচ ভাস্কর পিল্লাই। জানা গেছে, আসর শুরুর আগে আর কোনও প্রস্তুতি ম্যাচ খেলবেন না ত্রিপুরা দলের ক্রিকেটাররা। আগামীকাল থেকে শুরু হবে চূড়ান্ত প্রস্তুতি। প্রসঙ্গত: আসরে ১২ নভেম্বর উত্তর প্রদেশ, ১৩ নভেম্বর হায়দরাবাদ, ১৫ নভেম্বর চন্ডিগড়, ১৭ নভেম্বর হিমাচল প্রদেশ, ১৯ নভেম্বর গুজরাট,২১ নভেম্বর সৌরাষ্ট এবং ২৩ সেপ্টেম্বর মনিপুরের বিরুদ্ধে খেলবে ত্রিপুরা। প্রতিপক্ষ দলগুলো শক্তিশালী হলেও ভয় পাচ্ছে না রাজ্য দলের ক্রিকেটাররা। প্রতিটি দলকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিতে বদ্ধপরিকর রাজ্যদলের প্রতিটি ক্রিকেটার। ত্রিপুরা দল:ঋদ্ধিমান সাহা (অধিনায়ক), রজত দে (সহ অধিনায়ক), বিক্রম কুমার দাস, মণিশঙ্কর মুড়াসিং, রাণা দত্ত, অজয় সরকার,বিশাল ঘোষ, পারভেজ সুলতান, চিরঞ্জীৎ পাল, উদীয়ান বসু, জয়দীপ বনিক, অমিত আলি, সঞ্জয় মজুমদার, জয়দীপ ভট্টাচার্য, অভিজিৎ সরকার, কৃতিদীপ্ত দাস, সম্রাট সিনহা, সুদীপ চ্যাটার্জি এবং দীপক ক্ষাত্রী। ম্যানেজার: সুমন্ত দেবরায়, কোচ ভাস্কর পিল্লাই, সহকারি কোচ:কিশোর মুহুরী, দেবব্রত চৌধুরি, ট্রেণার: অবিনভ শঙ্কর নারায়ন, ফিজিও: রবীন্দ্র কুমার,থ্রো ডাউন স্পেশালিস্ট: এ জয়ন্ত অশোক, মেসার: বিশাল দিক্ষিত এবং ভিডিও অ্যানালাইসিস: অভিজিৎ চক্রবর্তী।
2022-11-08