বিশ্ব রেডিওগ্রাফার দিবস উপলক্ষে আগরতলায় র্যালী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ নভেম্বর৷৷ বিশ্ব রেডিওগ্রাফার দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে আগরতলা  শহরে পদযাত্রা সংগঠিত করল ইন্ডিয়ান সোসাইটি অফ রেডিওগ্রাফার রাজ্য শাখা!
রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে সচেতনতামূলক পদযাত্রা সংগঠিত করল ইন্ডিয়ান সোসাইটি অফ রেডিওগ্রাফার রাজ্য শাখা৷ সংগঠনের উদ্যোগে আগরতলা শহরে পদযাত্রা করা হয় সচেতনতামূলক পথযাত্রা শহরের  বিভিন্ন পথ পরিক্রমা করে! প্রায় অংশ নিয়ে সংগঠনের নেতৃবৃন্দ জানান ১৮৯৫ সালে আলোক রশ্মির মাধ্যমে রোগ নির্ণয় পদ্ধতি আবিষৃকত হয়৷ এখনো পর্যন্ত সেই পদ্ধতিতেই রোগ নির্ণয় করে রোগীদের চিকিৎসা করা হচ্ছে৷ এটি একটি যুগান্তকারী আবিষ্কার বলে তারা উল্লেখ করেন৷ সে কারণেই আজকের দিনটি বিশ্বব্যাপী বিশ্ব রেডিওগ্রাফি দিবস হিসাবে পালন করা হয়৷ এ বিষয়ে জনগণকে সচেতন করার লক্ষ্যেই এ ধরনের পদযাত্রার আয়োজন করা হয়েছে বলে উদ্যোক্তারা জানিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *