বেঙ্গালুরু, ৮ নভেম্বর (হি.স.): প্রস্তুতি একেবারে চূড়ান্ত পর্যায়ে রয়েছে, চলছে শেষে মুহূর্তের কাজ। আগামী ১১ নভেম্বর বেঙ্গালুরু শহরের প্রতিষ্ঠাতা কেম্পেগৌড়ার ১০৮ ফুট ব্রোঞ্জের মূর্তি উন্মোচন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেবনাহল্লিতে বেঙ্গালুরু বিমানবন্দর চত্বরে বসানো হয়েছে বেঙ্গালুরু শহরের প্রতিষ্ঠাতা কেম্পেগৌড়ার ১০৮ ফুট ব্রোঞ্জের মূর্তি, সেই মূর্তি আগামী ১১ নভেম্বর উন্মোচিত করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী ডাঃ সুধাকর কে জানিয়েছেন, কর্ণাটকে বিজেপি সরকার গঠনের পর ২০১৯ সালে সমৃদ্ধির এই মূর্তির ধারণা করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা। মুখ্যমন্ত্রী বাসভরাজ বোম্মাই দায়িত্ব গ্রহণের পরই এই ঐতিহাসিক স্মৃতিস্তম্ভটি প্রতিষ্ঠার বিষয়ে আগ্রহ দেখান। আমি তাঁদের ধন্যবাদ জানাই। অবশেষে আগামী ১১ নভেম্বর ইয়েদুরাপ্পার স্বপ্ন পূরণ হতে চলেছে, ওই দিন কেম্পেগৌড়ার ১০৮ ফুট ব্রোঞ্জের মূর্তি উন্মোচন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

