ইউরিয়া উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হচ্ছে ভারত : মনসুখ মান্ডভিয়া

নয়াদিল্লি, ৮ নভেম্বর (হি.স.): ইউরিয়া উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হচ্ছে ভারত! জানালেন কেন্দ্রীয় রাসায়নিক ও সার মন্ত্রী মনসুখ মান্ডভিয়া। মঙ্গলবার একটি টুইট করে তিনি জানিয়েছেন, এইচআরএল (হিন্দুস্তান ফার্টিলাইজার্স অ্যান্ড রাসায়ন লিমিটেড)-এর সিন্দ্রি প্ল্যান্টে নিম কোটেড ইউরিয়া উৎপাদন শুরু হয়েছে। এর ফলে দেশের অনন্তদাতাদের অনেক সুবিধা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় রাসায়নিক ও সার মন্ত্রী মনসুখ মান্ডভিয়া।

কেন্দ্রীয় রাসায়নিক ও সার মন্ত্রী মনসুখ মান্ডভিয়া এদিন টুইট করে জানিয়েছেন, ইউরিয়া উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হচ্ছে ভারত! এইচআরএল-এর সিন্দ্রি প্ল্যান্টে নিম কোটেড ইউরিয়া উৎপাদন শুরু হয়েছে। ”মেড ইন ইন্ডিয়া” ইউরিয়া উৎপাদনের কারণে আমাদের কৃষক ভাইয়েরা অনেক সুবিধা পাবেন।”