গুরু নানক জয়ন্তী উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছেন অমিত শাহ

নয়াদিল্লি, ৮ নভেম্বর (হি.স.) : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গুরু নানক জয়ন্তী উপলক্ষ্যে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন।

মঙ্গলবার একটি টুইট বার্তায় শাহ লিখেছেন, “সবাইকে শিখ সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা শ্রী গুরু নানক দেব জির ৫৫৩তম জন্মবার্ষিকীতে শুভেচ্ছা জানাচ্ছি। গুরু নানক দেব জি সমগ্র মানব জাতির জন্য সত্য, কর্ম এবং করুণার বার্তা দিয়েছিলেন। শান্তি, সাম্য ও মানবতার সেবার চিন্তা নিয়ে পথ দেখিয়েছেন। তাঁর শিক্ষা সবসময় আমাদের পথ দেখাবে।