মঙ্গলবার জি-২০ সম্মেলনের লোগো ও থিম প্রকাশ, ওয়েবসাইটও উন্মোচিত করবেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৭ নভেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার জি-২০ সম্মেলনের লোগো ও থিম এবং ওয়েবসাইট প্রকাশ করবেন। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে জি-২০ সম্মেলনের লোগো ও থিম এবং ওয়েবসাইট প্রকাশ করবেন প্রধানমন্ত্রী। এই লোগো, থিম এবং ওয়েবসাইট বিশ্বের কাছে ভারতের বার্তা এবং সর্বাধিক অগ্রাধিকার প্রতিফলিত করবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃষ্টিভঙ্গি দ্বারা পরিচালিত, ভারতের বিদেশ নীতি বিশ্ব মঞ্চে নেতৃত্বের ভূমিকা গ্রহণের জন্য বিকশিত হয়েছে। এই লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ভারত আগামী মাসের ১ তারিখ থেকে জি-২০-র পৌরহিত্য করবে। জি-২০ হল আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতার প্রধান ফোরাম যা বিশ্বব্যাপী জিডিপির প্রায় ৮৫ শতাংশ, বিশ্ব বাণিজ্যের ৭৫ শতাংশের বেশি এবং বিশ্বের জনসংখ্যার প্রায় দুই-তৃতীয়াংশ প্রতিনিধিত্ব করে।