নয়াদিল্লি, ৭ নভেম্বর (হি. স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার কার্তিক পূর্ণিমা এবং দেব দীপাবলি উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছেন।
এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী লেখেন, “ভারতের প্রাচীন সংস্কৃতি, আধ্যাত্মিকতা এবং ঐতিহ্যের উত্সব, কার্তিক পূর্ণিমা এবং দেব দীপাবলির শুভেচ্ছা জানাই। পবিত্র স্নান এবং দীপদানের সাথে যুক্ত এই উপলক্ষ্য সবার জীবনে নতুন শক্তি সঞ্চার করুক।