কংগ্রেসের ত্রিপুরা বাঁচাও ভারত জুড়ো যাত্রী শুরু হচ্ছে ১৯ নভেম্বর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ নভেম্বর৷৷ আগামী ১৯ শে নভেম্বর ইন্দিরা গান্ধীর জন্মদিনে ত্রিপুরা বাঁচাও ভারত জুড়ো যাত্রা কর্মসূচি শুরু হচ্ছে রাজ্যে৷ রাজ্যের প্রতিটি বিধানসভা এলাকাতেই এই কর্মসূচি পালন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে৷ কংগ্রেসের দেশব্যাপী কর্মসূচির অঙ্গ হিসেবে রাজ্যেও আগামী ১৯ শে নভেম্বর প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্মদিনে ত্রিপুরা বাঁচাও ভারত জুড়ো যাত্রা  কর্মসূচি শুরু হচ্ছে৷ সোমবার আগরতলা কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানান প্রদেশ কংগ্রেস সভাপতি  বীরজিৎ সিনহা৷ তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান রাজ্যের ৬০টি বিধানসভা কেন্দ্রকে ১৬ টি সেক্টরে ভাগ করে এই আন্দোলন কর্মসূচি গ্রহণ করা হয়েছে৷ আন্দোলন কর্মসূচি পালনের জন্য চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে বিধায়ক ও সুদীপ রায়৷ আগরতলায় এ দিন এই আন্দোলন কর্মসূচির আনুষ্ঠানিক যাত্রা শুরু করবেন এআইসির নেতা জয়রাম রমেশ৷ এছাড়া ধর্মনগর ও কৈলা শহরে আন্দোলন কর্মসূচি যাত্রা শুরু করবেন কেন্দ্রীয় নেতা ডঃ অজয় জাম্বুল৷ সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন বর্তমান সরকারের আমলে মানুষের স্বাধীনতা ও অধিকার হরণ করা হয়েছে৷ সরকারের বিরুদ্ধে অভিযোগ এনে তিনি বলেন বিজেপির অপশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন সংগঠিত করতে হবে৷ বিজেপির অপশাসন থেকে রাজ্যকে মুক্ত করতে সকলকে  এগিয়ে আসার জন্য তিনি আহ্বান জানিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *