ধর্ষণের অভিযোগে সিডনিতে গ্রেফতার শ্রীলঙ্কার ক্রিকেটার দানুশকা গুনাথিলাকা

সিডনি, ৬ নভেম্বর (হি.স.) : অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপের জাতীয় দলের সঙ্গে থাকা শ্রীলঙ্কার ক্রিকেটার দানুশকা গুনাথিলাকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে বলে রবিবার দলের সূত্রে জানা গিয়েছে। জানা গেছে, ৩১ বছর বয়সী গুনাথিলাকাকে ২ নভেম্বর এক মহিলার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগের তদন্তের পরে রবিবার ভোরবেলা গ্রেফতার করে সিডনি সিটি থানায় নিয়ে যাওয়া হয়েছে।

শনিবার ইংল্যান্ডের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে শ্রীলঙ্কা দল। চলমান টি-২০ বিশ্বকাপের প্রথম রাউন্ডের ম্যাচে নামিবিয়ার বিপক্ষে খেলে শূন্য রানে আউট হন এই বাঁ-হাতি ব্যাটার। দল সুপার ১২পর্বে খেলার যোগ্যতা অর্জন করলেও ইনজুরির কারণে তিনি টুর্নামেন্ট থেকে বাদ পড়েন।