কাজের নিরিখে বিজেপি ফের ক্ষমতায় অধিষ্ঠিত হবে ঃ লাল সিং

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ নভেম্বর৷৷ রাজ্য সরকারের কাজকর্মের প্রশংসা করলেন বিজেপি এসসি মোর্চার সর্বভারতীয় সভাপতি লাল সিং আড্ড৷ কাজের নিরিখেই আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি পুনরায় রাজ্যের শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন৷
 বিজেপি এস সি মোর্চার সর্বভারতীয় সভাপতি লাল সিং আড্ড সাংবাদিক সম্মেলন করেন আগরতলা ভারতীয় জনতা পার্টি অফিসে৷ তিনি বলেন ,প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে পাশাপাশি সংবিধান দিবস উপলক্ষে বস্তিবাসীর মধ্যে ত্রিপুরা সরকারের উন্নয়নমূলক কাজকর্ম গুলি  পৌঁছে দেওয়া হবে আগামী ২৬ নভেম্বর পর্যন্ত৷এই ক্যাম্পিং  যথারীতি চলবে৷  রাজ্যবাসীর কল্যাণে বর্তমান সরকার যেভাবে কাজ করে চলেছে সেজন্য  তিনি রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন৷  তিনি বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার নেতৃত্বে রাজ্যে ভালো কাজ করছে এবং সামাজিক ভাতা ২০০০ টাকা করা হয়েছে৷ ভাতা বৃদ্ধির বিষয়টিকে তিনি ভূয়সী প্রশংসা করেন৷৷ এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী ভগবান চন্দ্র দাস৷ এস সি মোর্চার রাজ্য সভাপতি টুটন দাস৷