গোলাঘাটিতে সরকারি রড চুরি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ নভেম্বর৷৷  গোলাঘাটি মিলনায়তন হলের বারান্দা থেকে ২ কুইন্টাল সরকারি রড চুরি হয়ে গেছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকার জনগণের তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷  গোলাঘাটি মিলনায়তন থেকে সরকারি রড চুরির  ঘটনা ঘটেছে৷ রবিবার সকাল দশটায় এমনটাই অভিযোগ করেন এলাকার জনসাধারণ৷ জানা যায় গোলাঘাটি মিলনায়তন হলের বারান্দায় ২ কুইন্টাল সরকারি কাজের জন্য রড রাখা হয়৷ মিলনায়তন হলের দরজার তালা ভেঙে দুই কুইন্টাল রডের মধ্যে এক কুইন্টাল ৮০ কেজি রড চুরি করে নিয়ে যায় চোরের দল৷ রবিবার সকাল দশটায় এমনটাই অভিযোগ জানান এলাকার জনসাধারণ৷ উক্ত ঘটনার প্রশাসনিকভাবে সুষ্ঠু তদন্তেরও দাবি  জানান এলাকাবাসী৷ সরকারি কাজের জন্য নিয়ে আসা গোলাঘাটি মিলনায়তন হলের বারান্দা থেকে এভাবে সরকারি রড চুরি হয়ে যাওয়ার বিষয়টি নিয়ে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে৷ তবে  চুরিকাণ্ডে এলাকারই কিছু বর্তমান শাসক দলের নামধারী যুবকরা জড়িত রয়েছে বলে সুত্রের খবর৷ প্রশাসনিক স্তরে তার তদন্ত করলে সত্যতা বেরিয়ে আসবে৷