কলকাতা,৬ নভেম্বর (হি. স.): পাঁচ দিন পেরিয়ে গেলেও অবস্থার বিশেষ উন্নতি হয়নি অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার । এখনও ভেন্টিলেশনে রয়েছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। রবিবার সকাল পর্যন্ত শেষ পওয়া খবর অনুযায়ী, অভিনেত্রীর অবস্থা স্থিতিশীল। এখন গায়ে জ্বর নেই তাঁর। রক্তচাপ, শরীরে অক্সিজেনের মাত্রা স্বাভাবিক রয়েছে। তবে ঘোরের মধ্যে রয়েছেন অভিনেত্রী। চিকিৎসকের পরিভাষায়, বিপদ এখনও কাটেনি।
মঙ্গলবার রাতে আচমকা ব্রেন স্ট্রোক হওয়ায় এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় অভিনেত্রীকে। হাওড়ার আন্দুলের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসকের কড়া পর্যবেক্ষণে রয়েছেন তিনি। ব্রেন স্ট্রোকের ফলে মাথায় রক্তজমাট বেঁধেছিল। মঙ্গলবার রাতে সেটি অস্ত্রোপচার হয়।
মঙ্গলবার রাতে আচমকা ব্রেন স্ট্রোক হওয়ায় এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় অভিনেত্রীকে। হাওড়ার আন্দুলের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসকের কড়া পর্যবেক্ষণে রয়েছেন তিনি। ব্রেন স্ট্রোকের ফলে মাথায় রক্তজমাট বেঁধেছিল। মঙ্গলবার রাতে সেটি অস্ত্রোপচার হয়।
প্রসঙ্গত, শুক্রবার সন্ধ্যায় একটু স্বস্তির খবর মিলেছিল হাসপাতাল সূত্রে। জানা গিয়েছিল, সংজ্ঞা না ফিরলেও চোখ খোলার চেষ্টা করেছেন ঐন্দ্রিলা। তাঁর শরীরের বাঁ দিকে সাড় ফিরছে। বাম চোখ এবং বাম কাঁধ সামান্য নাড়াতে পারেছিলেন অভিনেত্রী।
ঐন্দ্রিলার দ্রুত সুস্থ হয়ে ওঠার কামনা করছেন তাঁর সহকর্মী, ভক্ত এবং শুভানুধ্যায়ীরা। এর আগেও দু’বার ক্যানসার জয় করে ফিরেছেন ঐন্দ্রিলা। শুক্রবার দুপুরের দিকে প্রেমিক সব্যসাচী চৌধুরী জানিয়েছেন, ‘মেয়েটা লড়ে যাচ্ছে, সাথে লড়ছে একটা গোটা হাসপাতাল। নিজের হাতে করে নিয়ে এসেছিলাম, নিজের হাতে ওকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাবো। এর অন্যথা কিছু হবে না।’