গোলা গোরক্ষনাথে বিজেপির জয়ে অভিনন্দন যোগীর

লখনউ, ৬ নভেম্বর (হি.স.) : উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কর্মীদের কঠোর পরিশ্রমকে কৃতিত্ব দিয়ে লখিমপুর খেরি জেলার গোল গোরক্ষনাথ আসনের উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জয়ের জন্য ভোটারদের অভিনন্দন জানিয়েছেন।

রবিবার অনুষ্ঠিত উপনির্বাচনে ভোট গণনার পরে ঘোষিত নির্বাচনী ফলাফলে বিজেপির প্রার্থী আমান গিরি সপার বিনয় তিওয়ারিকে ৩৪ হাজারেরও বেশি ভোটে পরাজিত করেছেন। বিজেপি বিধায়ক অরবিন্দ গিরির মৃত্যুর কারণে এই আসন থেকে উপনির্বাচন হয়।
নির্বাচনের ফলাফল ঘোষণার পর টুইট করে তাঁর অভিনন্দন বার্তায় যোগী বলেন, “উত্তরপ্রদেশের গোলা গোকারনাথ বিধানসভা আসনের উপ-নির্বাচনে বিজেপির দুর্দান্ত বিজয়ের জন্য সমস্ত পরিশ্রমী কর্মী এবং সম্মানিত ভোটারদের আন্তরিক অভিনন্দন। এই বর্ণাঢ্য বিজয় ডাবল ইঞ্জিন বিজেপি সরকারের জনকল্যাণমূলক নীতির প্রতি অটুট জনগণের বিশ্বাসের প্রতীক।”