শ্রীলঙ্কার নৌবাহিনীর হাতে ১৫ ভারতীয় জেলে গ্রেফতার

কলম্বো, ৬ নভেম্বর (হি.স.) : শ্রীলঙ্কার নৌবাহিনী অন্তত ১৫ জন ভারতীয় জেলেকে গ্রেফতার করেছে এবং দেশের আঞ্চলিক জলসীমায় চোরাচালানের অভিযোগে তাদের দুটি ট্রলার আটক করেছে বলে রবিবার একটি সরকারী বিবৃতিতে বলা হয়েছে। নৌবাহিনী বিবৃতিতে জানিয়েছে, মান্নার দ্বীপের উত্তর-পশ্চিম উপকূলে অবস্থিত তালাইমান্নার থেকে শনিবার জেলেদের গ্রেফতার করা হয়। তালাইমান্নারে নৌ হেফাজতে থাকা জেলেদের মৎস্য পরিদর্শকের কাছে হস্তান্তর করা হবে।

শ্রীলঙ্কার জলসীমায় ভারতীয় জেলেদের বেআইনি মাছ ধরা একটি বারবার সমস্যা হয়ে দাঁড়িয়েছে উভয় পক্ষের মধ্যে অনেক উচ্চ পর্যায়ের আলোচনা সত্ত্বেও। শ্রীলঙ্কা এবং ভারত শ্রীলঙ্কা নৌবাহিনীর একটি নৌযানে চড়ে দক্ষিণ এশিয়ার দুই দেশের মধ্যে আন্তর্জাতিক সামুদ্রিক সীমানা চ্যালেঞ্জের বিষয়ে আলোচনা করার সময় সর্বশেষ গ্রেফতার করা হয়েছিল। ৩২ তম আন্তর্জাতিক সামুদ্রিক সীমানা লাইন বৈঠকে দুটি নৌবাহিনী এবং তাদের উপকূলরক্ষীদের ভূমিকা নিয়ে আলোচনা হয়েছিল বলে নৌবাহিনী জানিয়েছে।
হিন্দুস্থান সমাচার /সঞ্জয়

সাকিবের আউট নিয়ে বিতর্ক, শাহিনের তাণ্ডবে মাত্র ১২৭ রানে শেষ বাংলাদেশ
অ্যাডিলেড, ৬ নভেম্বর (হি.স.) : ওপেনার নাজমুল হোসেন শান্তর লড়াকু ৫৪ রানের ইনিংসের পরেও মাত্র ১২৭ রান তুলতে সক্ষম হল বাংলাদেশ। পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদির পেসের সামনে অসহায় আত্মসমর্পণ বাংলাদেশ মিডল অর্ডারের। দুই দলের মাস্ট উইন ম্যাচে আফ্রিদি ৪ উইকেট নিয়েছেন।

অন্যদিকে, বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের আউট নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, সাকিবের আউটে থার্ড আম্পায়ারের সিদ্ধান্ত পুরোপুরি ভুল।
রবিবার টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। কিন্তু, অ্যাডিলেডের ব্যাটিং পিচে বাংলাদেশ ব্যাটাররা সেভাবে সুবিধা করতে পারেননি। ভারতের বিরুদ্ধে ঝোড়ো ইনিংস খেলা লিটন দাস এদিন মাত্র ১০ রানে শাহিন আফ্রিদির শিকার হন। পুরো টুর্নামেন্টে ছন্দ খুঁজে বেরানো শাহিন এদিন দুর্দান্ত বোলিং করেন। ৪ ওভারে মাত্র ২২ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন তিনি। তবে, বাংলাদেশের ইনিংসের হাল ধরার চেষ্টা করেছিলেন ওপেনার নাজমুল হোসেন শান্ত। তিনি ৪৮ বলে ৫৫ রান করে ইফতিকার আহমেদের শিকার হন।

তবে, সাকিবের আউট নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। থার্ড আম্পায়ারের সিদ্ধান্ত মানতে নারাজ সাকিব মাঠের দুই আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। শেষে হতাশা প্রকাশ করে তিনি মাঠ ছাড়েন। বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের তরফেও এনিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়েছে। প্রসঙ্গত, এই ম্যাচ যে দল জিতবে তারাই সেমি-ফাইনালে উঠবে।