বাবা হলেন রণবীর, কন্যা সন্তানের জন্ম দিলেন আলিয়া

কলকাতা,৬ নভেম্বর (হি. স.): প্রতীক্ষার অবসান ঘটিয়ে মা হলেন রণবীর কাপুর ঘরনী আলিয়া ভাট । রবিবার মুম্বাইয়ের এক হাসপতালে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী ।

২০ নভেম্বর সন্তান ভূমিষ্ঠ হওয়ার কথা থাকলেও আজ ৬ নভেম্বর রবিবার মা-বাবা হলেন আলিয়া ভাট কাপুর ও রণবীর কাপুর । রবিবার সাত সকালেই আলিয়াকে নিয়ে হাসপাতালে যান রণবীর । সেখান থেকেই অনুমান করা হচ্ছিল যে, রবিবারই প্রথম সন্তানের জন্ম দিতে পারেন আলিয়া । সেই সম্ভাবনাই সত্যি করে দুপুর ১২.৩০ নাগাদ কন্যা সন্তানের জন্ম দেন আলিয়া । মুম্বইয়ের এইচ এন রিল্যায়ান্স ফাউন্ডেশন হাসপাতালে সন্তানের জন্ম দেন অভিনেত্রী । মা হওয়ার ঘন্টা খানেক বাদেই আলিয়া তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ফ্যানেদের সঙ্গে সেই খবর শেয়ার করে নেন । এদিন তিন সিংহের গ্রাফিক্স কার্ডে আলিয়া ও রণবীর লেখেন, ”আমাদের জীবনের সেরা খবর, আমাদের সন্তান এসে গেছে আর সে এক আশ্চর্য ম্যাজিকের মতো মেয়ে। আমরা ভালোবাসায়, আশীর্বাদে পরিপূর্ণ আর তাকে নিয়েই মগ্ন। ভালোবাসা ভালোবাসা ভালোবাসা- আলিয়া ও রণবীর” ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *