ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ নভেম্বর।। প্রয়াত প্রাক্তন ক্রিকেটার শান্তুনু দেবের পরবারের পাশে দাড়ালো রাজ্য ক্রিকেট সংস্থা। শনিবার বিকেলে রাজ্য ক্রিকেট সংস্থার অফিস বাড়িতে প্রয়াত-র সহধর্মীনির হাতে ১ লাখ টাকার চেক তুলে দেন টি সি এ সচিব তাপস ঘোষ। সঙ্গে ছিলেন টি সি এ-র সহশবাপতি তিমির চন্দ। নবগঠিত কমিটির কর্তাদের এহেন ভূমিকার প্রশংসা করেন রাজ্যের প্রাক্তন ক্রিকেটাররা। সদ্য দায়িত্বভার নেওয়ার পর বর্তমান কমিটির কর্তারা রাজ্যের ক্রিকেটের উন্নতির জনয়্য বেশ কযেকটি পদক্ষেপ নিয়েছেন। এর মধ্যে অন্যতম হলো এদিন প্রাক্তন ক্রিকেটারের পাশে থাকা।
2022-11-05