বাসন্তী, ৫ নভেম্বর (হি. স.) : স্কুল থেকে বাড়ি ফেরার পথে মোটর বাইকের ধাক্কায় গুরুতর জখম হল এক স্কুল ছাত্র। আহতের নাম শাহিদুল হালদার। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার বাসন্তীর চরাবিদ্যা বাজার এলাকায়। ঘটনায় প্রথম শ্রেণীর ওই ছাত্র গুরুতর জখম হলে তাকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতার চিত্তরঞ্জন ন্যাশানাল মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
2022-11-05