চুরাইবাড়িতে পরিবহণ দপ্তরে ডেপুটেশন কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ নভেম্বর৷৷  চুরাইবাড়ি চেকপোস্টের এমবি আই অফিসে ডেপুটেশন দিলো কংগ্রেসের শ্রমিক সংগঠন৷ কংগ্রেস দলের শ্রমিক সংগঠন ইন্টাকের  তরফ থেকে কয়েক দফা দাবির ভিত্তিতে এই ডেপুটেশন প্রদান করা হয়৷ মুখ্য দাবী গুলির মধ্যে ছিল  আরো একটি ওয়েট ব্রীজ চালু করা৷চোরাইবাড়ি ভেহিকেল চেকপোস্ট অফিসে ডেপুটেশন ও   স্মারকলিপি  প্রদান করেছে কংগ্রেসের সংগঠন আইএনটিইউসি৷
পাথর বোঝাই লরি গুলিকে মানবিক দৃষ্টিতে ছাড় দেওয়ার  জোরালো দাবি জানানো হয়েছে এদিন৷ যেহেতু কয়েক হাজার পাথর শ্রমিক রয়েছেন চুরাইবাড়ি এলাকায়  সেহেতু সেই পাথর বোঝায় গাড়িগুলি দ্রুত ভেহিকেল অফিস থেকে ছেড়ে না দেওয়া হলে শ্রমিকরা সমস্যায় পড়বে৷ গাড়ির মালিক ও চালকের হয়রানি বন্ধ করা এবং প্রতি গাড়ি পণ্যের ৫ ছাড়ের বদলের ১০ ছাড় ইত্যাদি বিভিন্ন বিষয়ে ডেপুটেশনে উপস্থিত ছিলেন ইন্টাকের রাজ্য সভাপতি আরিফ  মোহাম্মদ আলম, প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য গিয়াস উদ্দিন চৌধুরী, কংগ্রেস নেতা বশির আলী, ব্লক কংগ্রেস সভাপতি করুনা নাথ, কংগ্রেস নেতা রুপুল আমিন সহ অনন্যরা৷ এমবি আই ইনচার্জ সুব্রত দেববর্মা  তাদের দাবি গুলির যৌক্তিকতা স্বীকার করে ঊর্ধতন কর্তৃপক্ষের গোচরে নিয়ে যাবেন বলে আশ্বাস প্রদান করেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *