সুতারমুড়ায় ধৃত চোরকে মাথা ন্যাড়া করে পরানো হল জুতোর মালা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ নভেম্বর৷৷  সুতারমুড়া এলাকাবাসীর হাতে আটক রাবার চোর৷ মাথা ন্যাড়া করে জুতোর মালা পরিয়ে উত্তম মাধ্যম দিয়ে তুলে দেওয়া হয়  পুলিশের হাতে৷  ঘটনা শনিবার সকাল ১১টায়৷ সুতারমুড়া এলাকার রাবার ব্যবসায়ী অমেন্দ্র দেববর্মার বাড়ি থেকে শুক্রবার গভীর রাতে রাবার চুরি করে নিয়ে যায় কুখ্যাত রাবার চোর রাজকুমার দেববর্মা৷ বাড়ি লালসিংমুড়া সুতারমুড়া এলাকায়৷ রাবার মালিক অমেন্দ্র দেববর্মা বাড়িতে লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে বুঝতে পারেন উনার বাড়িতে চুরি হয়েছে৷ সঙ্গে সঙ্গে সিসিটিভি ফুটেজ দেখে  বুঝতে পারেন রাজকুমার দেববর্মার  সমস্ত রাবার শিড চুরি করে নিয়ে যায় শনিবার সকাল বেলায়৷ এলাকাবাসী ছুটে গিয়ে চোর রাজকুমার দেববর্মাকে আটক করেন৷ প্রথম অবস্থায় তাকে জিজ্ঞাসা করলে চোর রাজকুমার দেববর্মা পুরো ঘটনা অস্বীকার করে৷যখন সিসিটিভি ক্যামেরা ফুটেজ তার সামনে নিয়ে আসা হয়  তখন ঐ তার চেহারা মিলে যায়৷ উত্তেজিত এলাকাবাসী উত্তম মাধ্যম দিয়ে জুতোর মালো গলা পড়িয়ে সুতারমুড়া বাজার ঘুরিয়ে তাকে তুলে দেন  বিশ্রামগঞ্জ পুলিশের হাতে৷ বিশ্রামগঞ্জ থানার পুলিশ এ ব্যাপারে একটি সুনির্দিষ্ট মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ উল্লেখ্য, বিশ্রামগঞ্জের লালসিং মুড়া, সুতার মুড়া সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে একই কৌশলে রাবার সিট চুরির ঘটনা দিনের পর দিন বৃদ্ধি পেয়ে চলেছে৷৷ তাতে রাবার বাগানের মালিকদের মধ্যে রীতিমতো আতঙ্কের পরিবেশ কায়েম হয়েছে৷