নিশিগঞ্জে মাদ্রাসা পরিচালন সমিতির ভোটে জয়ী তৃণমূল

নিশিগঞ্জ, ৪ নভেম্বর (হি.স.): পঞ্চায়েত ভোটের আগে এ যেন ছিল শেষ নির্বাচনি মহড়া। শুক্রবার দিনভর টানটান উত্তেজনার মধ্যে দিয়ে পরিচালন সমিতির নির্বাচন হল নিশিগঞ্জ ছন্নমাদার একরামিয়াঁ হাই মাদ্রাসায়। তৃণমূল ও সিপিএম দ্বিমুখী লড়াইয়ে ৬টির মধ্যে ৬টি আসনেই জয় লাভ করে তৃণমূল।

তৃণমূল ও সিপিএম ৬টি আসনে লড়াই করে। তৃণমূল সমর্থিত প্রার্থীরা ৬টি আসনেই জয় লাভ করে। বিজেপি অবশ্য মাদ্রাসার অভিভাবক প্রতিনিধি নির্বাচনে অংশ নেয়নি। ফলে দ্বিমুখী লড়াই ঘিরে সকাল থেকেই কৌতূহল ছিল তুঙ্গে । অশান্তি এড়াতে নিশিগঞ্জ ফাঁড়ি ও মাথাভাঙ্গা থানার বিশাল পুলিশ বাহিনী ছন্নমাদার গ্রামে উপস্থিত ছিল। নিশিগঞ্জ ছন্নমাদার একরামিয়াঁ হাই মাদ্রাসার টিচার ইনচার্জ হাফিজুল রহমান বলেন, ‘অভিভাবক প্রতিনিধি নির্বাচনে মোট ৩৮৫ জনের মধ্যে ২১৫ জন ভোট দান করেন। নূরজাহান বিবি, তপন বিশ্বাস, জাবেদ আলি, রেজাউল হক, জাকির হোসেন ও আব্দুল কাউম সর্বোচ্চ ভোট পেয়ে জয় লাভ করেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *