অমৃতসর, ৪ নভেম্বর (হি.স.): পঞ্জাবের অমৃতসরে দুষ্কৃতীর গুলিতে জখম হয়েছেন শিবসেনা নেতা সুধীর সুরি। শুক্রবার ঘটনাটি ঘটেছে অমৃতসর শহরের গোপাল মন্দিরের বাইরে। মন্দিরের বাইরে বিক্ষোভ দেখাচ্ছিলেন শিবসেনা নেতারা।সেই সময় ভিড়ের মধ্যে থেকে একজন দুষ্কৃতী গুলি চালায়। সেই গুলিতে জখম হয়েছেন শিবসেনা নেতা সুধীর সুরি। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সুধীরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর শারীরিক অবস্থা কেমন রয়েছে তা জানা যায়নি।
2022-11-04

