বিপদমুক্ত ও স্থিতিশীল রয়েছেন ইমরান খান, পায়ে দু’টি গুলি লাগে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর

ইসলামাবাদ, ৪ নভেম্বর (হি.স.): বিপদমুক্ত ও স্থিতিশীল রয়েছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর পায়ে দু’টি গুলি লেগেছে, শুক্রবার সকালে এমনটাই জানিয়েছেন পিটিআই নেতা ডঃ ইয়াসমিন। শুক্রবার ভোরে লাহোরের শওকত খানম হাসপাতালে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে পিটিআই কেন্দ্রীয় পাঞ্জাবের সভাপতি বলেন, ইমরান খানের চিকিৎসা-আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

ইমরান খানের কন্টেইনারে বন্দুক হামলার প্রাথমিক তদন্ত শেষ করেছে পুলিশ ও অন্যান্য নিরাপত্তা সংস্থাগুলি। পুলিশের রিপোর্টে বলা হয়েছে, নয়টি পিস্তলের গুলি এবং দু’টি বড় আগ্নেয়াস্ত্রের গুলি সহ অপরাধের ঘটনাস্থল থেকে ১১টি গুলি উদ্ধার করা হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, কন্টেইনারের নিচ থেকে পিস্তল থেকে গুলি করা হয়েছিল এবং কন্টেইনার থেকে বড় গুলি করা হয়েছিল।