বায়ুদূষণে হাঁসফাঁস করছে দিল্লি, রাজধানীতে ডিজেল চালিত গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা

নয়াদিল্লি, ৪ নভেম্বর (হি.স.): দিল্লিতে বায়ুদূষণ অত্যধিক বেড়ে যাওয়ায় এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট কমিশন জাতীয় রাজধানী এবং সংলগ্ন অঞ্চলে চার চাকার ডিজেল চালিত হালকা যানবাহনের চলাচল নিষিদ্ধ করেছে। তবে বিএস-ভিএই এবং জরুরী পরিষেবার গাড়িগুলি এই আদেশের বাইরে থাকবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ট্রাক চলাচলে লাগাম পরিয়েছে দিল্লি সরকার। এক মাত্র জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ট্রাকই চলবে রাজধানীর রাস্তায়।

পরিবহন দফতরের এক আধিকারিক জানিয়েছেন, পণ্যবাহী ট্রাক যাতে শহরে প্রবেশ করতে না পারে, সে জন্য দিল্লিতে ঢোকার সব ক’টি রাস্তায় ১২০টি পর্যবেক্ষক দল মোতায়েন থাকবে। এদিকে, মাত্রাছাড়া দূষণের কারণেই নয়ডার সব স্কুল বন্ধ করা হয়েছে। অষ্টম শ্রেণি পর্যন্ত বাধ্যতামূলক ভাবে ক্লাস হবে অনলাইনে। নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ুয়াদেরও অনলাইনে ক্লাস নেওয়ার উপরেই জোর দেওয়া হয়েছে। এই নিয়ে নির্দেশিকা জারি করেছেন গৌতম বুদ্ধ নগরের ডিস্ট্রিক্ট ইনস্পেক্টর অব স্কুল ধর্মবীর সিং।

উল্লেখ্য, শুক্রবার সকাল ৬টায় দিল্লিতে বায়ুর গুণমান সূচক (এয়ার কোয়ালিটি ইনডেক্স)-এর মাত্রা ৪৫৩। এই মাত্রা ৩০০-র বেশি হলে তা বিপজ্জনক বলে ধরা হয়। সেখানে দিল্লির জাহাঙ্গিরপুরীতে এই সূচকের মাত্রা ৪৮৫। বিমানবন্দরের আশপাশে এই সূচক ৪৫৩। নয়ডাতে এই সূচকের মাত্রা ৫৬২ আর গুরুগ্রামে ৫৩৯।