তেলিয়ামুড়ায় কংগ্রেসের গণবস্থান রাজনৈতিক সন্ত্রাসের প্রতিবাদে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ নভেম্বর৷৷  নারী নির্যাতন খুন সন্ত্রাস এবং রাজনৈতিক সন্ত্রাসের প্রতিবাদ জানিয়ে তেলিয়ামুড়ায় প্রতিবাদ বিক্ষোভ এবং তিন ঘন্টার গন অবস্থান পালন করলো  তেলিয়ামুড়া ব্লক কংগ্রেস৷  বিজেপির শাসনে জাতি ধর্ম ও ভাষাগত বিভাজনের রাজনীতির বিরুদ্ধে এবং ২০ দফা দাবির সমর্থনে তিন ঘণ্টার গনবস্থান করল তেলিয়ামুড়া ব্লক কংগ্রেস কমিটি তেলিয়ামুড়া শহরের প্রাণকেন্দ্র বলে পরিচিত অম্পি চৌমুহনী এলাকায়৷এদিনের এই  গনবস্থানে উপস্থিত ছিলেন   কংগ্রেস সেবা দলের রাজ্য অর্গানাইজার নিত্যগোপাল রুদ্রপাল ,  কংগ্রেস নেতৃত্ব প্রদীপ রায় সহ কংগ্রেস দলের কর্মী সমর্থকরা৷ এদিন এই গণ অবস্থানে উপস্থিত সেবা দলের রাজ্য নেতৃত্ব নিত্যগোপাল রুদ্র পাল উনার বক্তব্যে বর্তমান রাজ্য সরকারের সমালোচনা করে রাজ্যে নারী নির্যাতন সহ কংগ্রেস কর্মীদের উপর হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে আলোচনা করেন৷ তার পাশাপাশি আগামী দিনগুলিতে রাজ্যের সুশাসন প্রতিষ্ঠিত না হলে এবং নারী নির্যাতন সহ   কংগ্রেস কর্মীদের উপর হামলা বন্ধ না হলে কংগ্রেস নেতৃত্বরা বৃহত্তর আন্দোলন সংঘটিত করবে বলে স্পষ্ট ভাষায় জানিয়ে দেন তিনি৷   এদিনের এই গনবস্থানকে কেন্দ্র করে উপস্থিত কংগ্রেস কর্মীদের মধ্যে ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যায়৷