শ্রীনগর, ৪ নভেম্বর (হি.স.): মেঘলা আকাশে শীত কিছুটা বাড়ল কাশ্মীর উপত্যকায়, জম্মুতেও কিছুটা নেমেছে তাপমাত্রার পারদ। কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে আবার হিমাঙ্কের নীচে তাপমাত্রার পারদ। শুক্রবার সকালে থেকেই মেঘলা ছিল জম্মু ও কাশ্মীরের আকাশ। আগামী ২৪ ঘন্টার জম্মু ও কাশ্মীরের কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কাশ্মীর ও লাদাখের সর্বত্রই এদিন একটু কমেছে তাপমাত্রার পারদ। এদিন শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫ ডিগ্রি সেলসিয়াস, পহেলগামে ১.৩ ডিগ্রি, গুলমার্গে ০.৫ ডিগ্রি। লাদাখের দ্রাস শহরে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ২.৩ ডিগ্রি, কার্গিলে মাইনাস ৩ ডিগ্রি ও লেহ-তেও মাইনাস ৩ ডিগ্রি।