ভোপাল, ৪ নভেম্বর (হি.স.) : শুক্রবার ভোররাতে বেতুল জেলার ঝাল্লার থানা এলাকায় সড়ক দুর্ঘটনায় ১১ জনের অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।
সরকারি তথ্য অনুসারে, মুখ্যমন্ত্রী চৌহান বলেন, বেতুল জেলার ঝাল্লার থানা এলাকায় একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনার দুঃখজনক সংবাদ পাওয়া গেছে। তারা বিদেহী আত্মার শান্তি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করে তিনি শোকসন্তপ্ত পরিবারের পাশে রয়েছেন বলে বার্তা দিয়েছেন। মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, প্রত্যেকে মৃতদের স্বজনদের ২ লক্ষ টাকা এবং আহতদের ১০ হাজার টাকা দেওয়া হবে৷ আহতদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে বলে জানান তিনি।
প্রসঙ্গত, মধ্যপ্রদেশের বেতুল জেলায় বাস ও এসইউভি গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন দুই শিশু-সহ ১১ জন। ভয়াবহ এই দুর্ঘটনায় শুধুমাত্র একজন যাত্রী প্রাণে বেঁচে গিয়েছেন, তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।