জম্মু, ৪ নভেম্বর (হি.স.) : গত ১৫ অক্টোবর শোপিয়ান জেলায় সন্ত্রাসী হামলায় নিহত কাশ্মীরি পণ্ডিত পুরান কৃষ্ণ ভাটের স্ত্রীকে সরকারি চাকরি দেওয়ার ঘোষণা করলেন জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। শুক্রবার লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা বাসভবনে গিয়ে শোক প্রকাশ করেন।
এদিন লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা পুরান কৃষ্ণ ভাটের পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর জম্মুর বাসভবনে যান এবং সমবেদনা জানান। এ সময় তিনি তাঁর স্ত্রীকে সরকারি চাকরি এবং পরিবারকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন। এই সময় জম্মু জেলার ডেপুটি কমিশনার অবনী লাভাসা, জম্মুর এডিজিপি মুকেশ সিং এবং অন্যান্য আধিকারিকরাও তাঁর সাথে উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ১৫ অক্টোবর কাশ্মীরি পন্ডিত পুরান কৃষ্ণ ভট্ট শোপিয়ান জেলার চৌধুরী গুন্ডে সন্ত্রাসীদের হাতে নিহত হন। পুরান ভাট তার ভাইকে তার বাগানে আপেল তুলতে সাহায্য করতে শোপিয়ানে গিয়েছিলেন। এসময় সন্ত্রাসীরা তাকে টার্গেট করে গুলিতে খুন হন।

