চালসা, ৪ নভেম্বর (হি.স.) : জলপাইগুড়ির মেটেলি ব্লকের উত্তর ধূপঝোরা আলেফ পাড়া এলাকায় বৃহস্পতিবার রাতে ভয়াবহ আগুনে ভস্মীভূত ৬টি পরিবারের ১০টি ঘর। শুক্রবার ওই এলাকা পরিদর্শন করলেন তৃণমূলের জলপাইগুড়ি জেলা সভানেত্রী মহুয়া গোপ।
এদিন তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলেন। বৃহস্পতিবার রাতেই মেটেলি ব্লক প্রশাসনের তরফে তাদের খাবার ও থাকার ব্যবস্থা করা হয়। এদিন মহুয়া গোপ যাবতীয় ক্ষয়ক্ষতি সহ অন্যান্য বিষয়ে খোঁজখবর নেন। তিনি বলেন, ‘ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য যাতে ঘরের ব্যবস্থা করা হয় সেবিষয়ে জেলা শাসকের সঙ্গে কথা হয়েছে। এলাকার তৃণমূলের নেতা কর্মীরা তাদের পাশে থাকবে। সব জায়গায় আগুন লাগার পর দমকলের বিরুদ্ধে এই অভিযোগ ওঠে। দমকল ও প্রশাসন খুব সক্রিয়ভাবে কাজ করেছে।’